নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির জন্য অপেক্ষা করবো : ইসি আলমগীর
নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির জন্য অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
বুধবার (২০ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলে তিনি।
বিজ্ঞাপন
বিএনপির জন্যে কতদিন অপেক্ষা করা হবে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর মৃদু হেসে বলেন, জাতীয় নির্বাচন এখনও অনেক দেরি রয়েছে। আগামী বছরের শেষে অথবা পরের বছরের প্রথম দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এখনও যথেষ্ট সময় রয়েছে।
মো. আলমগীর বলেন, ওনারা (বিএনপি) এলে ভালো হতো। আমাদের চলমান সংলাপ ভালো হয়েছে। রাজনৈতিক দলগুলো সুচিন্তিত মতামত দিয়েছেন। এগুলো আমাদের ভালো নির্বাচন করার জন্য সহায়ক হবে। তবে যারা আসেননি তারা এলে আরও ভালো হতে। এজন্যে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
বিএনপিকে আনার বিষয়ে আর কোনো উদ্যোগ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, আমরা তো বারেবারেই উদ্যোগ নিয়ে যাচ্ছি। আগেও ইভিএম এর বিষয়ে যোগাযোগ করেছি, আসেননি। এখন যে সংলাপ সে বিষয়ে যোগাযোগ করেছি, আসেননি। সামনে যোগাযোগ আবারও থাকবে। ইসির অব্যাহত প্রয়াস ভোটের আগ পর্যন্ত থাকবে বলেও জানান তিনি।
এসআর/এসএম