‘অবহেলা’ সইতে না পেরে গায়ে আগুন দেওয়া গৃহবধূর মৃত্যু, গ্রেপ্তার ৫
স্বামী ও স্বামীর পরিবারের অবহেলা সইতে না পেরে চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া গৃহবধূর মৃত্যুর ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তার স্বামীও রয়েছেন।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রুপনা দাশ (৩৩) নামে ওই গৃহবধূ।
বিজ্ঞাপন
পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর হোসেন মামুন।
ওসি মামুন বলেন, স্বামী ও স্বামীর পরিবারের ‘অবহেলায়’ রুপনা দাশ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন সোমবার রাতে। এরপর দগ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় রুপনার বোন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় রুপনার স্বামী রুপম, তার মা-বাবা ও ভাই-বৌদিসহ মোট পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।
তিন বছর আগে প্রথম স্বামীকে তালাক দিয়ে রুপমকে বিয়ে করেছিলেন রুপনা। কিন্তু রুপমের পরিবার এ বিয়ে মনে নেয়নি। রুপম ও রুপনা এক সন্তান নিয়ে মিরসরাইয়ে ভাড়া বাসায় থাকতেন৷ এর মধ্যে ঝগড়া করে কয়েকদিন আগে রুপম বাসা থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে যায়।
স্বামীকে ফিরিয়ে আনার বিভিন্ন চেষ্টা করে ব্যর্থ হয়ে কয়েকবার রুপমের বাড়িতে যান রুপনা । এরই ধারাবাহিকতায় সোমবারও রুপমের বাড়িতে যান। এ সময় রুপমের পরিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে রুপনা ব্যাগ থেকে কোরোসিন বের করে গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। পরিবারের সদস্যরা আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান।
কেএম/আরএইচ