বাইরে বন্ধ, ভেতরে খোলা দোকানপাট
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আজ (মঙ্গলবার) থেকে দেশের সব দোকানপাট, মার্কেট, শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দোকান বন্ধ করতে গড়িমসি করতে দেখা গেছে ব্যবসায়ীদের। ঝামেলা এড়াতে অনেকেই আবার দোকানের শাটার বন্ধ বা অর্ধেক খোলা রেখে বেচাকেনা করতেও দেখা গেছে।
মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি, নীলক্ষেত ও নিউমার্কেট ঘুরে এমন চিত্র চোখে পড়ে।
বিজ্ঞাপন
সরেজমিনে এসব এলাকা ঘুরে দেখা যায়, মঙ্গলবার সাপ্তাহিক ছুটি হওয়ায় অধিকাংশ মার্কেট ও দোকানপাটই বন্ধ ছিল। তবে রাস্তার পাশে থাকা দোকানগুলো খোলা ছিল। অনেক ব্যবসায়ীরা রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করলেও কিছু কিছু দোকান খোলা রাখা হয়। কাপড় গোছানোর অজুহাতে দীর্ঘ সময় বেচাকেনা চালিয়ে যেতে দেখা যায়। মিরপুর রোডের কাদের আর্কেড, খাঁন প্লাজা ও জিমদাল ফ্যাশনসহ বেশ কিছু দোকান সোয়া ৮টা পর্যন্ত খোলা রাখতে দেখা যায়।
সরকার নির্ধারিত সময়ের পরও কেন দোকান খোলা রাখা হয়েছে- এমন প্রশ্নের কোন উত্তর দিতে রাজি হননি এসব দোকানের কর্মচারী ও ব্যবসায়ীরা।
নিউমার্কেটেও নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখতে দেখা গেছে। রাত সাড়ে ৮টার দিকে নিউ সুপারমার্কেট উত্তর ডি ব্লকে বাইরে থেকে গেট বন্ধ করে ভেতরে দোকান কর্মচারী ও ব্যবসায়ীদের কাজ করতে দেখা যায়। অন্যান্য দোকানপাট ও ইলেকট্রনিক্সের দোকানও ছিল খোলা।
নির্ধারিত সময়ের পরও কেন দোকান খোলা রেখেছেন জানতে চাইলে মার্কেটের দোকানি আব্দুল কাইয়ুম মুদি পণ্য দেখিয়ে বলেন, এই যে দোকানে মুদি পণ্য বন্ধ রয়েছে। চাল-ডাল থাকলে দোকান খোলা রাখা যাবে।
অপরদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্দেশনায়, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী রাত ৮টার পর দোকানপাট, শপিংমল, বিপণিবিতান ও কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা থাকলেও ভিন্ন চিত্র দেখা গেছে নিউমার্কেটের বনলতা কাঁচাবাজারে। নির্ধারিত সময়ের পরও পুরো কাঁচাবাজার, ডিমের আড়ৎ, মুরগির দোকানও খোলা ছল। ব্যবসায়ীরা বলেন, কাঁচাবাজার বন্ধের কোনো ধরনের নির্দেশনা তারা পাননি।
নিউমার্কেট বনলতা কাঁচাবাজার মালিক সমিতির সভাপতি মুখলেছুর রহমান ঢাকা পোস্টকে বলেন, কাঁচাবাজার বন্ধ করতে হবে এমন কোনো নির্দেশনার কথা আমরা জানি না। দেশের যেকোনো পরিস্থিতি হোক কাঁচা বাজার খোলা থাকবে। রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার কথা শুনেছি, কিন্তু কাঁচাবাজার বন্ধের কথা শুনিনি।
তবে নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (১৮ জুলাই) তিনি বলেছেন, রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা থাকলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সরকারের এ সিদ্ধান্ত কঠোরভাবে মনিটর (পর্যবেক্ষণ) করা হবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে।
তিনি আরও বলেন, সোমবার রাত থেকেই এই অভিযান শুরু করেছে ডিপিডিসি। প্রথমদিন বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, পল্টন, ফকিরাপুলসহ বেশ কিছু এলাকায় অভিযান চালায় ডিপিডিসির টিম। তারা প্রথমে মাইকে লাইট বন্ধ করার অনুরোধ করেন। এরপরও যারা বন্ধ করেনি তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই সতর্কবার্তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। সবার প্রতি অনুরোধ আমাদের কাজে সহযোগিতা করুন।
আরএইচটি/ওএফ