দেশের সব পৌরসভা ও সিটি করপোরেশনসহ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়ম ও দুর্নীতির বিষয়ে গোয়েন্দা নজরদারি রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন।

মঙ্গলবার (১৯ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এমন তথ্য জানান। দুদক সচিব বলেন, দেশের সব সিটি করপোরেশন কিংবা পৌরসভাসহ জনসেবা দেয় এমন যত প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর সেবা প্রদানে কোনো ধরনের অনিয়ম বা নিয়মের ব্যত্যয় না ঘটে সে বিষয়ে দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো গোয়েন্দা নজরদারি রাখছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশনের রাস্তা, ড্রেন ও ফুটপাত ইত্যাদি নির্মাণ বিষয়ে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, সরকারি অর্থের অপচয়, নিম্নমানের কাজের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক অনুসন্ধান শুরু করে। এরই অংশ হিসেবে আজ (মঙ্গলবার) ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পর্যায়ক্রমে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন >> রেমিট্যান্স-মর্টগেজ ঋণ নাটকেও রেলওয়ে কমান্ড্যান্টের রক্ষা হয়নি

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও অর্থ আত্মসাৎসহ কর্মকর্তাদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয়কে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদকের প্রধান কার্যালয়ে দুপুর আড়াইটা থেকে পৌনে ৪টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এড়িয়ে যান প্রকৌশলী সাইফুল ইসলাম।

ডিএসসিসির অপর নির্বাহী প্রকৌশলী মুন্সী মো. আবুল হাসেম ও সহকারী প্রকৌশলী নির্মল চন্দ্র দে-কে তলব করা হলেও তারা আজ দুদকে হাজির হননি— জানান দুদক সচিব।

দুদক ও ডিএসসিসি সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো তলবি নোটিশে ১২ প্রকৌশলী ও ঠিকাদারদের হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেন অনুসন্ধান কর্মকর্তা। নোটিশে তলব করা কর্মকর্তাদের ১৮, ১৯ ও ২০ জুলাই হাজির হওয়ার জন্য বলা হয়।

আরও পড়ুন >> সাবধান, দুদক ঘিরে প্রতারক চক্র সক্রিয়

ডিএসসিসির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, রাজস্ব কর্মকর্তা শাজাহান আলী, সাবেক মেয়রের পিএস ও কর কর্মকর্তা আলীম আল রাজি ও প্রকল্প পরিচালক প্রকৌশলী আসাদুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, রাজস্ব আদায়ে অনিয়ম, সিন্ডিকেট, বদলি বাণিজ্য, বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ ব্যবস্থাপনায় অনিয়মসহ সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে নামে দুদক।

গত ৬ মার্চ প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিএসসিসির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে আসামি ইউসুফ আলী সরদারের দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৩ লাখ ১০ হাজার ৭৮৩ টাকার সম্পদের তথ্য গোপনসহ এক কোটি ৩৮ লাখ ৮৯ হাজার ৩৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

আরএম/এমএআর/