তৈরি করা মিষ্টিতে মাছি ও দইয়ে তেলাপোকা পাওয়ায় চট্টগ্রামের বাকলিয়ার ফুলকলি ফুডস ইন্ডাস্ট্রিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

মোহাম্মদ ফয়েজ উল্যাহ ঢাকা পোস্টকে বলেন, খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুলকলির কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে দেখা যায়, তাদের তৈরি করা মিষ্টিতে মাছি পড়ে আছে। দইয়ের মধ্যে তেলাপোকা পড়ে থাকতে দেখেছি। এছাড়া নোংরা ফ্লোরে মুরগি কাটাকাটি করছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তাদের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । 

তিনি বলেন, চট্টগ্রামে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কেএম/এসকেডি