ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রামে এস আলম এডিবল অয়েল মিলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সময় তেল বোতলজাতকরণ প্ল্যান্ট বন্ধ পেয়েছে তারা। 

মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর  নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে। 

এরপর মোহাম্মদ ফয়েজ উল্যাহ ঢাকা পোস্টকে বলেন, এস আলম এডিবল অয়েল মিলে গিয়েছিলাম। সরকার থেকে তেলের দাম কমার যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সে ব্যাপারে তারা কী ব্যবস্থা নিচ্ছে তা দেখার জন্য মিলটিতে অভিযান চালানো হয়েছিল। অভিযানের সময় দেখতে পেয়েছি তারা খোলা সয়াবিন তেল কম দামে বিক্রি করছে। কিন্তু বোতলজাত সয়াবিন তেল তারা গত দুই দিন ধরে উৎপাদন বন্ধ রেখেছে। আজকেও উৎপাদন বন্ধ রয়েছে। খোলা তেল তারা মিলে ১৫০ টাকা কেজি করে বিক্রি করছিল। 

তিনি বলেন, এস আলম এডিবল অয়েল মিল কর্তৃপক্ষ দাবি করছে তাদের কাছে এখনও ঢাকা থেকে লিখিত নির্দেশনা আসেনি। এ কারণে তারা সয়াবিন তেল বোতলজাতকরণ বন্ধ রেখেছে। আজকে লিখিত নির্দেশনা তারা পেতে পারে। এরপর বোতলজাত করার সেকশন চালু করতে পারে।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, মিল কর্তৃপক্ষ বলছে আগের বেশি দামের বোতল জমা আছে তাদের কাছে। এগুলোও তারা সরকার নির্ধারিত নতুন দামের স্টিকার লাগিয়ে বিক্রি করবে।  

তিনি বলেন, মিল কর্তৃপক্ষকে বলেছি উৎপাদন বন্ধ রাখা যাবে না। সরকার যখনই তেলের নতুন দাম লিখিত আকারে দেবে সেটা যেন সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করে সেই নির্দেশনাই দিয়েছি। তারা নির্দেশনা মান্য করবে বলে জানিয়েছে। 

কেএম/জেডএস