ডিইউজেকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা রাজশাহী মেয়রের
ঢাকা সাংবাদিক ইউনিয়নকে (ডিইউজে) ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরীর অনুরোধে তিনি এ অনুদানের ঘোষণা দেন।
সোমবার (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবে অবস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি। ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কল্যাণ তহবিলে ২০ লাখ টাকা অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন রাজশাহীর মেয়র। এসময় বিএফইউজের পক্ষ থেকে মেয়র খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা জানানো হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক এবং মহাসচিব দীপ আজাদ। এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ ডিইউজের কার্যনির্বাহী কমিটির সস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইবি/আইএসএইচ