রেলের অব্যবস্থাপনা রোধে এবার চট্টগ্রাম স্টেশনে শিক্ষার্থীরা
টিকিট কেনার ক্ষেত্রে সহজ ডট কমের মাধ্যমে যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া, যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধসহ ছয় দফা দাবিতে এবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় জন শিক্ষার্থী।
রোববার (১৭ জুলাই) সকাল থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন শুরু করেন তারা। শিক্ষার্থীরা বলছেন, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গত এক সপ্তাহ ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। ওনার সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য তারাও অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
বিজ্ঞাপন
রেলস্টেশনে অবস্থান নেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন রুবেল ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ছয় দফা দাবি নিয়ে ঢাকায় অবস্থান করছেন মহিউদ্দিন রনি। তার দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে আজ থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করছি। যতদিন আমাদের দাবি পূরণ না হবে, যতদিন রেলের সমস্যা সমাধান না হবে ততদিন আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।
তিনি বলেন, স্টেশনে আসা প্রতিটা যাত্রীর সঙ্গে কথা বলেছি। যাত্রীদের সচেতন করছি। যাত্রীরাও বলছেন রেলওয়ের মধ্যে এসব হয়রানি আছে। দাবি আদায়ে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত একজন না একজন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান করব। প্ল্যাকার্ড নিয়ে স্টেশনের প্লাটফর্ম ও টিকিট কাউন্টারের সামনে অবস্থান নিয়েছি। আমরা সকালে ছয় জন ছিলাম। এখন চার জন অবস্থান করছি। বাকি দুই জন আবার পরে আসতে পারে।
আন্দোলনে অংশ নেওয়া সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী কাজী আশিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রেলওয়ের যে অব্যবস্থাপনা তার বিরুদ্ধে অবস্থান করছি। মহিউদ্দিন রনি যে ছয়টা দাবি দিয়েছে, এগুলো আমাদেরও দাবি। আসলে বাংলাদেশের সবার দাবি এগুলোই। দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্ল্যাকার্ড হাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান করছি। সাধারণ যাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য কথা বলছি। যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন।
তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। দাবিগুলোর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
স্টেশনে অবস্থানের সময় তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল 'আমরা দিব ফুল আর ভালোবাসা, আপনারা দিন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ’।
গত কয়েকদিন ধরে রেলওয়ের অব্যবস্থাপনা রোধে ৬ দফা দাবি নিয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
তার দাবিগুলো হলো- টিকিট কেনার ক্ষেত্রে সহজ ডট কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া, যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ, অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করা ও অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা, যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া, ট্রেনের টিকিট পরীক্ষক-তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক নজরদারি ও শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়ানো এবং ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা।
কেএম/জেডএস