পানির দাম নির্ধারণ : কারিগরি গবেষণার ফল জানাবে ঢাকা ওয়াসা
এলাকাভিত্তিক পানির মূল্য নির্ধারণ বিষয়ক টেকনিক্যাল স্টাডির (কারিগরি গবেষণা) ফল উপস্থাপন করবে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)।
রোববার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফল উপস্থাপন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।
বিজ্ঞাপন
শনিবার এসব তথ্য জানিয়েছেন ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক। তিনি বলেন, মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ঢাকা ওয়াসা বোর্ড চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফা, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান।
আগে থেকেই ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করার কথা ভাবছিল ঢাকা ওয়াসা। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকার অভিজাত এলাকাগুলোয় পানির মূল্য বাড়বে। এর ফলে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত এলাকার বাসিন্দাদের পানির দাম বেশি দিতে হবে।
এর আগে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছিলেন, পানির যা উৎপাদন খরচ, তার চেয়ে আমরা অনেক কম দামে পানি দিচ্ছি। বাকি টাকা সরকার ভর্তুকি হিসাবে দেয়। দুঃখজনক হলো এখন উচ্চবিত্তরাও সেই ভর্তুকি পাচ্ছেন। সব শ্রেণির মানুষের জন্য পানির দাম এক হওয়া উচিত নয়। তাই আমরা চিন্তা করছি, এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করব।
এএসএস/আরএইচ