শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়কে নারীর মৃত্যু
চট্টগ্রামের ভূজপুর থানার মির্জারহাট এলাকায় পিকআপ-সিএসজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সন্তানসহ মোট তিনজন আহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) সকালে গহিরা-হেঁয়াকো সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী শারমিন আক্তার (২৮) ভূজপুর উত্তর শৈলকূপা এলাকার আবু তাহেরের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছে শারমিন আক্তারের ছেলে মোবারক হোসেন (৯) ও বোনের মেয়ে শম্পা কলি (১২)। আহত আরেক ব্যক্তির নাম জানা যায়নি।
বিজ্ঞাপন
>>আরও পড়ুন : ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ভূজপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারাধন দাশ। তিনি বলেন, মির্জারহাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখান থেকে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শারমিন আক্তার নামের একজনকে মৃত ঘোষণা করেন। শারমিনের সন্তানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে পিকআপচালক হাশেমকে আটক করা হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে।
নিহত শারমিনের শ্বশুর আমির হোসেন সওদাগর জানিয়েছেন, শারমিন সন্তানকে নিয়ে বাপের বাড়ি পাইন্দং থেকে ভূজপুরের শৈলকূপা এলাকায় আমাদের বাড়িতে আসছিল। পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
কেএম/আরএইচ