রাজধানীর কোথাও কোথাও স্বস্তির বৃষ্টি
রাজধানীর কোথাও কোথাও শুক্রবার বিকেলে হালকা বৃষ্টি হয়েছে। তীব্র গরমে এ বৃষ্টি রাজধানীবাসীকে সামান্য স্বস্তি দিয়েছে।
বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করেই দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। রাজধানীর প্রেস ক্লাব, সেগুনবাগিচা, গুলিস্তান, পুরান ঢাকা ও আগারগাঁওসহ বেশ কয়েক অঞ্চলে এ বৃষ্টি গরম থেকে সাময়িক স্বস্তি দেয়।
বিজ্ঞাপন
বিকেল ৫টার দিকে আবহাওয়া অফিসের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আমরা কেবল আগারগাঁও অঞ্চলে বৃষ্টিপাতের তথ্য পেয়েছি। অন্য কোথাও হলে তা পরে জানতে পারব।
ঢাকা পোস্টের এই প্রতিবেদক বিকেলে প্রেস ক্লাব ও সেগুনবাগিচা এলাকায় অবস্থানকালে বৃষ্টির দেখা পান। পুরান ঢাকায় বৃষ্টি হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন।
এদিকে বৃহস্পতিবার রাত দশটার দিকেও রাজধানীতে হালকা বৃষ্টিপাত হয়। তবে তা তাপপ্রবাহ তেমনটা কমাতে পারেনি। শুক্রবার সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রাজধানীতে তাপের পরিমাণ বাড়তে থাকে।
শুক্রবার সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগরে দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
আইবি/আরএইচ