ঢাকা ওয়াসার কাছ থেকে বুঝে পাওয়া কমলাপুর পাম্পিং স্টেশনের তিনটি অচল পাম্প মেশিনের একটি চালু করা সম্ভব হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সোমবার (২২ ফেব্রুয়ারি) একটি পাম্পিং মেশিন চালু করে।

গত মাসের ২৬ তারিখে ঢাকা ওয়াসার কাছ থেকে অন্যান্য যান-যন্ত্রপাতির সঙ্গে কমলাপুর ও ধোলাইখাল পাম্পিং স্টেশন দুটিও বুঝে নেয় ডিএসসিসি। তখন থেকে এই অচল পাম্পিং স্টেশনগুলো সচল করতে কাজ করে আসছিল ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। তারই ধারাবাহিকতায় সোমবার বিকেলে কমলাপুর পাম্পিং স্টেশনের তিনটি মধ্যে একটি মেশিন সচল করা সম্ভব হয়। পাঁচ কিউমেক ক্ষমতা সম্পন্ন এই পাম্প মেশিনটি প্রতি সেকেন্ডে পাঁচ হাজার লিটার পানি সেচতে পারে। এখনও অচল থাকা পাম্প মেশিন দুটোর প্রতিটির ক্ষমতাও পাঁচ কিউমেক করে।

এছাড়াও ধোলাইখালের অচল পাম্পিং স্টেশনের তিনটি পাম্প মেশিনই সচল করতে কাজ করছে ডিএসসিসি। ধোলাইখাল পাম্পিং স্টেশনেও তিনটি পাম্প মেশিন রয়েছে। এই পাম্প মেশিনগুলোর প্রতিটির ক্ষমতা ৭.৪ কিউমেক অর্থাৎ প্রতিটি মেশিন আলাদা আলাদাভাবে প্রতি সেকেন্ডে ৭.৪ হাজার লিটার পানি সেচতে পারে।

এছাড়াও গত ২ জানুয়ারি থেকে শুরু হওয়া দক্ষিণ সিটির জিরানী, শ্যামপুর ও মান্ডা খাল এবং সেগুনবাগিচা ও পান্থপথ বক্স কালভার্ট হতে গত ৫২ দিনে এক লাখ ছয় হাজার টন পলি মাটি ও ২৬ হাজার ৯২০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

সার্বিক বিষয়ে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডোর মো. বদরুল আমিন বলেন, ওয়াসার কাছ থেকে খাল ও বক্স কালভার্ট বুঝে পাওয়ার পর থেকে মেয়রের নির্দেশনা মোতাবেক আমরা তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট পরিষ্কার কার্যক্রম শুরু করেছি। নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে পুরোদমে আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে। কমলাপুর পাম্পিং স্টেশনের তিনটি পাম্প মেশিনের মধ্যকার একটি মেশিন সচল করতে পারা অবশ্যই এই কার্যক্রমের ইতিবাচক দিক।

গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকা ওয়াসার সাথে এক সমঝোতা স্মারকের মাধ্যমে ঢাকা ওয়াসার কাছ থেকে ডিএসসিসি ১১টি খাল ও তিনটি বক্স কালভার্ট বুঝে নেয়। এ সময় ওয়াসার কাছ থেকে প্রয়োজনীয় যান-যন্ত্রপাতি ও কিছু অবকাঠামো বুঝে নিলেও পাম্পিং স্টেশন দুটি অচল ছিল। এ সময় বুঝে পাওয়া ২৫ কিউসেক ক্ষমতাসম্পন্ন পাঁচটি মিনি পাম্প মেশিনও অচল রয়েছে।

ওয়াসার কাছ থেকে খাল ও বক্স কালভার্ট বুঝে নেওয়ার পর নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে ডিএসসিসি এ বছরের ২ জানুয়ারি থেকে তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট থেকে বর্জ্য অপসারণ ও চ্যানেল পরিষ্কার কার্যক্রম শুরু করে।

এএসএস/ওএফ