কারাগারে ঈদ : দুপুরে মাংস-পোলাও, রাতে মাছ-ভাত
মুসলামানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা আজ। সেই ঈদের ছোঁয়া লেগেছে কারগারেও। প্রতিবারের মতো এবারও কারাগারে ঈদ উদযাপনে কয়েদিদের জন্য বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।
ফলে ঈদের আনন্দ বিরাজ করছে কারাগারেও। কারাগারের বন্দিদের জন্যও আজকে দিনটা তাই ভিন্ন। পরিবারের সদস্যদের সঙ্গে না পেলেও ভরপুর খাওয়া-দাওয়া ও আনন্দ উল্লাসের মাধ্যমে দিন কাটছে তাদের।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, কারা বন্দীরা যেন ঠিকভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন সে লক্ষ্যে কোনো কমতি রাখেনি কারগার কর্তৃপক্ষ। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের জন্য ১০টি গরু ও ৮টি খাসির কোরবানি দিয়েছে কারা কর্তৃপক্ষ। ঈদের জামাতের নামাজ শেষে এসব পশু কেন্দ্রীয় কারাগারে কোরবানি দেওয়া হয়। এছাড়া ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত বিশেষ খাবারের মেন্যু ঠিক করা হয়েছে কয়েদিদের জন্য।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ ঢাকা পোস্টকে এসব জানিয়েছেন।
ঈদের দিন সকালের নাস্তায় যা খেয়েছেন বন্দীরা
সুভাষ কুমার ঘোষ জানান, ঈদের দিন সকাল ৭ টায় বন্দীদের নাস্তা দেওয়া হয়েছে। নাস্তায় ছিল পায়েশ ও মুড়ি।
দুপুরের খাবার
ঈদের দিন দুপুরে বন্দীদের জন্য কয়েক পদের খাবারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েন সুভাষ কুমার ঘোষ। বন্দীদের দুপুরের খাবারের মেন্যুতে থাকবে পোলাও, গরু, খাসির মাংস, মুরগীর রোস্ট, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি।
রাতের খাবার
ঈদের দিন শেষে রাতেও বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হবে। রাতের খাবারে থাকবে সাদা ভাত, রুই মাছ ও সবজি।
এমএসি/এনএফ