হাটের সবচেয়ে বড় গরুটি নজর এড়ায়নি মেয়র আতিকের
জমজমাট আফতাবনগর পশুর হাট, ক্রেতা বিক্রেতার শেষ সময়ের ব্যস্ততা। এরই মাঝে হঠাৎ হাট পরিদর্শনে উপস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শনিবার (৯ জুলাই) দুপুরে হাটে প্রবেশ করেই মেয়র সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে বলেন, হাট শেষ হওয়ার ১২ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্নতার কাজ অবশ্যই শেষ করতে হবে।
বিজ্ঞাপন
পরে হাটে প্রবেশ করেন মেয়র। প্রবেশর পরই মেয়র দেখতে পান হাটের সবচেয়ে বড় গরুটি পাশে রাখা। এত বড় গরু দেখে কাছে যান। গরুর মালিককে ডেকে কথা বলেন। গরুর মালিক জানান তার এই গরুটির নাম সুলতান। নড়াইল থেকে এনেছেন গরুটি। এর ওজন ৪৫ মণ।
গরুর মালিককে মেয়র আতিক জিজ্ঞেস করেন, কত রাখা যাবে গরুটির দাম। উত্তরে মালিক বলেন, আমরা এর দাম চাইছি ১৮ লাখ। সর্বোচ্চ ১১ লাখ টাকা পর্যন্ত দাম বলেছে ক্রেতারা। আমার চাওয়া দাম থেকে কিছুটা কমিয়ে দেওয়া যাবে আপনি নিলে। এ সময় মেয়র বলেন, আগে থেকেই আমি ছোট গরু কোরবানি দেই, এবারও তাই দেব।
পরে হাট পরিদর্শন শেষ মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রতিটি হাটে ১০০ জন করে ভলান্টিয়ার আছে আমাদের, তারা সবাইকে বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার দিচ্ছে। এছাড়া আমরা সব ইজারাদারদের বলে দিয়েছি হাট শেষ হওয়ার ১২ ঘণ্টার মধ্যে হাট এলাকা পরিষ্কার করে দিতে হবে, যদি এটা করতে কেউ ব্যর্থ হয় তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, আগামীকাল কোরবানির পর থেকেই আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা মাঠে থাকবে, আমরা কন্ট্রোল রুম খুলেছি, আমাদের কমিটি আছে তারা সার্বিক বিষয় সার্বক্ষণিক তদারকি করবেন। আমরা আশা করছি এবং প্রস্তুতি নিয়েছে যেন আমরা ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে পারি। তবে এ বিষয়ে নগরবাসীকে সহযোগীতা করতে হবে। আমরা ইতোমধ্যে কোরবানির বর্জ্য রাখার পলি ব্যাগ কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ করেছি।
কোরবানির বর্জ্য অপসারণের জন্য ১০ হাজার কর্মী এবং ৬০০ বর্জ্যবাহী গাড়ি আমরা প্রস্তুত করেছি, আশা করছি ১২ ঘণ্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করতে পারব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এএসএস/জেডএস