রাজধানীর মতিঝিলে অভিযান পরিচালনা করে ২৮ হাজার পিস ইয়াবাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তার ওই নারী কারবারির নাম কাজলী আক্তার হাওয়া। মঙ্গলবার (৫ জুলাই) রাতে মতিঝিল থানার টয়েনবি সার্কুলার রোড এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা গুলশান বিভাগ।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার নারী কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব বলেন, মঙ্গলবার (৫ জুলাই) রাতে আমাদের কাছে তথ্য আসে যে, কয়েকজন মাদক কারবারি মতিঝিল থানার টয়েনবি সার্কুলার রোডের ইডেন কমপ্লেক্সের নিচতলায় সেন্ট মার্টিন ট্রাভেলসের কাউন্টারের সামনে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ কাজলী নামে ওই নারী কারবারিকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার নারী কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় আনেন। তিনি বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

জেইউ/এসকেডি