মালয়েশিয়ান মুদ্রা বিক্রির কথা বলে লাখ টাকার প্রতারণা, গ্রেপ্তার ২
রাজধানীর মিরপুরে বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শেরে-ই-বাংলা থানার শিশুমেলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেপ্তাররা হলেন, লিটন শিকদার ও নেছা খালাসী। এসময় তাদের কাছ থেকে নগদ এক লাখ টাকাসহ মালয়েশিয়ান মুদ্রা ১০০ রিঙ্গিত ও গামছা দিয়ে পেঁচানো ডলার সাদৃশ্য বান্ডেলের মধ্যে একটি সাবান জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাজিরুর রহমান বলেন, গত ১৭ জুন জনৈক কবির নামের এক ব্যক্তিকে মালয়েশিয়ান মুদ্রা ১০০ রিঙ্গিত বিক্রির কথা বলে তার কাছ থেকে নগদ এক লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় প্রতারণা চক্রের সদস্যরা। ওইদিনই ভুক্তভোগী কবির মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ওসি বলেন, মঙ্গলবার গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, শেরে-ই-বাংলা থানার শিশুমেলা এলাকায় প্রতারক চক্রের সদস্যরা অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল সকাল সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত মালামালসহ তাদেরকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওসি মোস্তাজিরুর বলেন, গ্রেপ্তাররা বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের সদস্য। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের কাছে বৈদেশিক মুদ্রা দেখিয়ে তা বিক্রির ভান করত। পরে তাদের সর্বস্ব নিয়ে কৌশলে পালিয়ে যেত। তদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।
জেইউ/আইএসএইচ