ঢাকা-তাসখন্দে সরাসরি ফ্লাইট চালুর দাবি
ঢাকায় দূতাবাস স্থাপন, পুনরায় ঢাকা-তাসখন্দে সরাসরি ফ্লাইট চালু এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি করতে উজবেকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির নরভকে অনুরোধ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (৫ জুলাই) তাসখন্দের বাংলাদেশ সূত্রে জানা যায়, গত শুক্রবার উজবেকিস্তানের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। উজবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির মন্ত্রীর সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন রাষ্ট্রদূত।
বিজ্ঞাপন
বৈঠকে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক আলোচনা হয়। ঢাকায় উজবেক দূতাবাস স্থাপন, ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পুনরায় চালু এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি দ্রুত বাস্তবায়নে রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করেন।
অন্যদিকে উজবেক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করেন এবং দেশটির টেক্সটাইল বিষয়ক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং উজবেক বিশেষজ্ঞদের বাংলাদেশ থেকে টেক্সটাইল বিষয়ে প্রশিক্ষণ ও মানসম্মত ডিগ্রি অর্জনে সহায়তা করতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
উভয় পক্ষ উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর নিয়েও আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান ও মিনিস্টার নৃপেন চন্দ্র দেবনাথসহ উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনআই/আইএসএইচ