মোহাম্মদপুরে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে মা-ছেলে দগ্ধ
রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে মা আম্বিয়া খাতুন (৪৫) ও ছেলে কাজল (২৬) দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে সাতটায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, মোহাম্মদপুর থেকে দগ্ধ অবস্থায় এক নারী ও এক যুবক আমাদের এখানে এসেছে। তারা মা-ছেলে। আম্বিয়া খাতুনের শরীরের ৭৫ শতাংশ বার্ন হয়েছে, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে। আর ছেলে কাজলের সামান্য দগ্ধ হওয়ায় জরুরিভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তাদের উদ্ধার করে নিয়ে আসা আরেক ছেলে নুর আলম ঢাকা পোস্টকে বলেন, সকালে রান্না করার জন্য গ্যাসের চুলা চালু করে লাইটার আনতে মা পাশের রুমে চলে যান। পরে এসে চুলা জ্বালাতেই আগুন ধরে গিয়ে তারা দগ্ধ হন।
তারা মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের দুই নাম্বার রোডের ৪৫ নাম্বার বাসায় একটি টিনশেড ঘরে ভাড়া থাকেন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকায় বলেও জানান নুর আলম।
এসএএ/জেডএস