অফিসিয়াল পাসপোর্টধারীদের ব্রাজিলে যেতে লাগবে না ভিসা!

বাংলাদেশি কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ব্রাজিলে ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তির প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

রোববার (৩ জুলাই) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গণভবন ও মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষ থেকে সভায় যুক্ত হন।

আরও পড়ুন : ঈদ সামনে রেখে ঢাকার রাস্তায় বাড়ছে গাড়ির চাপ

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ইমিডিয়েটলি একটা চুক্তি স্বাক্ষর হবে, যে কূটনীতিক এবং অফিসিয়াল কর্মকর্তা কর্মচারীরা যারা দেশটি ভ্রমণ করবে, তারা যেন ভিসা ছাড়া অন অ্যারাইভাল ভিসাতে ভ্রমণ করতে পারেন। বিষয়টিতে কেবিনেট সায় দিয়েছে। 

 আরও পড়ুন : যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি সেটা বাস্তবায়ন করতে চাই

তিনি জানান, চলতি সপ্তাহেই এই চুক্তি সই করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্রাজিল সফর করবেন। 

এসএইচআর/এসকেডি