চট্টগ্রামে মহাবিপন্ন প্রজাতির ২টি বনরুই উদ্ধার, আটক ৪
চট্টগ্রামের কর্ণফুলী থানার কর্ণফুলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মহাবিপন্ন প্রজাতির বন্যপ্রাণী দুটি বনরুই উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় বনরুই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত চার জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) রাতে তাদের আটক করা হয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম ও বন্দর) মুহাম্মদ আলী হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মহাবিপন্ন প্রজাতির বন্যপ্রাণী ২টি বনরুই উদ্ধার করা হয়। এছাড়া ক্রয়-বিক্রয়ের চোরাচালান চক্রের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ২টি বনরুইকে চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেএম/আইএসএইচ