ট্রেনের টিকিটের মোবাইল অ্যাপের উদ্বোধন ২২ জুন
ট্রেনের টিকিট, ভাড়া, গন্তব্যসহ নানা ফিচার নিয়ে তৈরি ‘রেলসেবা’ নামের একটি নতুন মোবাইল অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। অ্যাপটি তৈরি করেছে ‘সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’।
মঙ্গলবার (২১ জুন) রেলপথ মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলমের পাঠানো এক আমন্ত্রণ পত্রে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
আমন্ত্রণ পত্রে জানানো হয়েছে, আগামী বুধবার (২২ জুন) দুপুরে রেল ভবনে রেলসেবা মোবাইল অ্যাপসের উদ্বোধন করবেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। একই সঙ্গে তিনি আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রেলওয়ের টিকিট বিক্রির কার্যক্রম নিয়েও কথা বলবেন।
এদিকে বাংলাদেশ রেলওয়ের রেলসেবা অ্যাপ সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সহজের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, এই অ্যাপটা আমরাই তৈরি করেছি অনেকটা দ্রুত সময়ের মধ্যে। এই অ্যাপে টিকিট বিক্রিসহ নানা ফিচার থাকবে। বিস্তারিত এখন তেমন কিছু বলা যাবে না। আগামীকাল রেলমন্ত্রী বিস্তারিত জানাবেন।
এমএইচএন/আইএসএইচ