পাহাড়ের ঝুঁকিপূর্ণ ১৮০ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রামের আকবর শাহ থানার এক নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় অতি ঝুঁকিপূর্ণ ১৮০টি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
রোববার (১৯ জুন) এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
চট্টগ্রাম নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১ নং ঝিল এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ১৮০টি অবৈধ স্থাপনা অপসারণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
জানা গেছে, অভিযানে জেলা প্রশাসনকে চট্টগ্রাম সিটি করপোরেশন, মেট্রোপলিটন পুলিশ, র্যাব, ব্যাটালিয়ন আনসার, ফায়ার সার্ভিস, স্থানীয় ওয়ার্ড কমিশনার ও স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম নগরীতে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যাতে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসরত মানুষ আশ্রয় নিতে পারেন। পাশাপাশি খাবারের ব্যবস্থাও করা হচ্ছে।
কেএম/জেডএস