ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৩১২ বোতল ফেনসিডিল, ৭ কেজি গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (১৯ জুন) বিকেলে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বিষয়টি জানান।

তিনি বলেন, আজ ভোরে র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় একটি অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মো. মফিজ মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

গত রাতে র‌্যাব-১০ এর আরেকটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী ও ইমামবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩১২ বোতল ফেনসিডিল, এক কেজি গাঁজা ও ১৬০ পিস ইয়াবাসহ মো. সুমন ও মো. রাসেল নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/আরএইচ