ইয়াবা ভাগাভাগি দেখে ফেলায় যুবককে কোপ!
রাজধানীর মোহাম্মদপুর থানার কৃষি মার্কেট সংলগ্ন ক্যাম্পে ইয়াবা ভাগাভাগির সময় দেখে ফেলায় আকবর হোসেন (৩০) নামে এক যুবককে মাদক কারবারিরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহত আকবরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
আহত আকবর হোসেনের স্ত্রী ফরিদা আনসারী ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ইয়াবা ভাগাভাগি করার সময় আমার স্বামী দেখে ফেলেন। এরপর মাদক কারবারি বিল্লাল, সারফু ও নাসিমা আক্তার জুলি আমার স্বামীকে কুপিয়ে আহত করেন।
তিনি বলেন, আহত অবস্থায় উদ্ধার করে আমার স্বামীকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজের রেফার্ড করেন।
তিনি অভিযোগ করেন, রাতে বিল্লাল নামে একজনকে পুলিশ আটক করলেও সকালে তাকে ছেড়ে দেয়। এদের নামে মোহাম্মদপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আহত আকবরের অবস্থা ভালো নয়। তাকে ঢাকা মেডিকেলে ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানান স্ত্রী ফরিদা আনসারী।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতে একটি ঘটনা ঘটে। তবে আমরা প্রাথমিকভাবে তদন্ত করে পেয়েছি এটি মাদকের ঘটনা নয়। হাতাহাতি করার সময় ধাক্কা লেগে জানালায় কেটে গেছে বলে জানতে পেরেছি। তবে আমরা ভুক্তভোগীদের বলেছি থানায় এসে মামলা করতে।
তিনি আরও বলেন, বিল্লাল নামে একজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানার মাদকের মামলা আছে। বাকিদের বিষয়ে বলতে পারি না। অন্য দুজনের বিরুদ্ধে মামলা আছে কি না, তা আমরা খতিয়ে দেখছি।
এসএএ/আরএইচ