রাজধানীর শ্যামপুরের বটতলা এলাকায় ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আমির হোসেন (৫০) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুন) দুপুর সোয়া দুইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমির হোসেনকে উদ্ধার করে নিয়ে আসা সহকর্মী ইলিয়াস ঢাকা পোস্টকে বলেন, দুপুরে রিকশা চালিয়ে সে গ্যারেজে আসে। রিকশা চার্জ দিয়ে দুপুরে বাসায় খেতে যাওয়ার কথা ছিল। কিন্তু চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে আমরা উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত করেন।

তিনি আরও জানান, বর্তমানে সে শ্যামপুর থানার জুরাইনের বটতলা এলাকায় থাকত। তার বাড়ি শরীয়তপুর জেলায়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শ্যামপুর থানা কে জানানো হয়েছে।

এসএএ/আইএসএইচ