কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ও দেশের অন্যান্য নির্বাচন পর্যবেক্ষণ করতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছে ইসি।

সেই পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, কুসিক নির্বাচনে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরায় কাউকে গোপন কক্ষে উঁকি দিতে বা দুজনকে একসঙ্গে গোপন কক্ষে যেতে দেখা যায়নি।

পর্যবেক্ষণ কেন্দ্রের সমন্বয়ক ইসির আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (কমিউনিকেশন) স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদমাধ্যমে খবর এসেছে দৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মহিলা বুথে এক পোলিং কর্মকর্তাকে গোপন কক্ষে উঁকি দিতে দেখা গেছে। এছাড়া কুমিল্লা নগরীর ৫নং ওয়ার্ডের কেন্দ্র রেয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপন কক্ষে দুইজন একসঙ্গে ভোট দিচ্ছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

ইসি কর্মকর্তা শাহরিয়ার আলম বলেন, সবগুলো গোপন কক্ষই আমরা সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি। গোপন কক্ষে কেউ উঁকি দিচ্ছেন এরকম আমরা দেখিনি। কেউ উঁকি দিলে সেটা আমরা দেখতে পেতাম। দেখলে অ্যাকশন নিতাম। মনিটরিং করে এখন পর্যন্ত আমরা অস্বাভাবিক কিছু পাইনি।

গতকাল (১৪ জুন) ভোর ৬টা থেকে ইসির সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্র পর্যবেক্ষণ শুরু হয়েছে। মোট ৩০ জন কর্মকর্তা-কর্মচারী এর দায়িত্ব পালন করছেন। আগামীকাল ১৬ জুন সকাল ৬টা পর্যন্ত তারা এই পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, কুমিল্লা সিটিসহ পাঁচটি পৌরসভা ভোটে মোট ১ হাজার ৪৪০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। তার মধ্যে শুধু কুসিক নির্বাচনেই বসানো হয়েছে ৮৫০টি ক্যামেরা। বাকিগুলো পাঁচ পৌরসভায় বসানো হয়েছে।

এসআর/এমএইচএস/জেএস