৫ কোটি টাকার ইয়াবাসহ আটক বাবু ভাই গ্রুপ
কক্সবাজারের উখিয়া থেকে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র্যাব। এসময় মাদক কারবারি বাবু ভাই গ্রুপের প্রধান লুঙ্গি বাবুইয়া ও তার চার সহযোগীকে আটক আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি ৮০ লাখ টাকা।
শনিবার (১১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটকরা হলেন- শহীদুল ইসলাম বাবু (২০), মানিক (২৬), শাহ আলম (৪৪), জোবায়ের (২০) ও মোহাম্মদ শাহ (২১)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারিদের কাছে ইয়াবা পাচার করে আসছিলেন। এসব মাদক তারা মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করতেন।
র্যাব জানিয়েছে, আটকরা উখিয়ায় স্থানীয়ভাবে বাবুইয়া গ্রুপ নামে পরিচিত। তারা নাফ নদীতে মাছ ধরার কথা বলে বিশেষ কায়দায় ইয়াবা ফিট করে স্থানীয় কিশোর এবং রোহিঙ্গাদের ব্যবহার করে সেগুলো মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করে আসছিল। পাচারের জন্য তারা সবসময়ই শিশু-কিশোরদের ব্যবহার করতেন।
বাবুইয়া গ্রুপ মিয়ানমার সীমান্তে ইয়াবা পাচারের অন্যতম বড় সিন্ডিকেট ছিল বলে জানিয়েছেন র্যাব।
কেএম/এমএইচএস