চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর থাকা জাহাজ এমভি টিটু-১৬ থেকে স্ক্যাপ চুরির সময় জাহাজটির মাস্টার-সুকানিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার ৭ জন হলেন- জাহাজের মাস্টার আমিরুল ইসলাম (৫৫), সুকানি মো. রিয়াদ মল্লিক সোহাগ (২০), মো. রাকিব হোসাইন (২২),  মো. সাকের উল্লাহ (৩২), আজিজুল হক (২৮), আজিম উদ্দিন (২১) ও জামিল আক্তার (৪৩)।

শনিবার সদরঘাট নৌ থানা পুলিশের কর্মকর্তা এবিএম মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমদানি করা স্ক্যাপ বোঝাই জাহাজ এমভি টিটু- ১৬ কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করা ছিল। রাতে গোপনে সংবাদের ভিত্তিতে জানতে পারি জাহাজ থেকে স্ক্যাপ চুরি করা হচ্ছে।

এ সময় সদরঘাট নৌ থানা পুলিশের এসআই মিঠুন বালা ও পুলিশ সদ্যসরা নোঙর করে এমভি টিটু-১৬ জাহাজ থেকে আমদানি করা স্ক্যাপ চুরির সময় জাহাজের মাস্টার ও সুকানিসহ মোট ৭ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে। 

কেএম/ওএফ