শেয়ারআমেরিকা ওয়েবসাইটের বাংলা সংস্করণ উদ্বোধন
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সম্মানে শেয়ারআমেরিকা (ShareAmerica) ওয়েবসাইটের বাংলা সংস্করণ চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার শেয়ারআমেরিকা ওয়েবসাইটের বাংলা সংস্করণের উদ্বোধন করেন।
ওয়েবসাইটির বাংলা সংস্করণের উপকারিতা তুলে ধরে রাষ্ট্রদূত মিলার বলেন, ‘এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশি জনগণ যুক্তরাষ্ট্রের নীতি ও আমেরিকান মূল্যবোধ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। এছাড়াও ওয়েবসাইটটি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতি যুক্তরাষ্ট্রের শ্রদ্ধার স্মারক হিসেবে কাজ করবে।’
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন, ‘আমরা আশা করি, নতুন এই ওয়েবসাইটটি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও গণতান্ত্রিক চর্চার প্রতি সমর্থন, সবার জন্য মানবাধিকার এবং আমেরিকান মূল্যবোধ ও সংস্কৃতির পক্ষে আইনের শাসনসহ অনেক বিষয়ে বাংলাদেশি ও আমেরিকানদের মধ্যে মেলবন্ধন আরও বাড়িয়ে তুলবে।’
মার্কিন দূতাবাস সূত্র জানিয়েছে, শেয়ারআমেরিকার বাংলা ভাষার নতুন এই সংস্করণ বাংলাদেশ ও বিশ্বজুড়ে বসবাসকারী বাংলা ভাষাভাষি মানুষদের কাছে নির্ভুল ও সঠিক তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করবে। শেয়ারআমেরিকা ওয়েবসাইটটি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য জানানোর একটি ব্যবস্থা। এর মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট আমেরিকান জনগণ, মূল্যবোধ, সংস্কৃতি ও বিশ্বব্যাপী আমেরিকার বৈদেশিক নীতি সংক্রান্ত তথ্য প্রকাশ করে। এখানে প্রকাশিত তথ্য সকলের জন্য উন্মুক্ত, যে কেউ বিনামূল্যে এ তথ্য পেতে পারেন।
দূতাবাস সূত্র জানিয়েছে, বাংলা ভাষার নতুন এ সংস্করণটি শেয়ারআমেরিকার ইংরেজি ভাষার ওয়েবসাইটের প্রায় অনুরূপ এবং এতে ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি, মানবিক মর্যাদা ও সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় সহযোগিতার লক্ষ্যে প্রতিবেদন ও আকর্ষণীয় গল্প ও ছবি প্রকাশ করা হবে। নতুন এই ওয়েবসাইটটি বাংলাদেশি ও আমেরিকান জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে আরও গভীর ও জোরদার করার পাশাপাশি দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় ও মজবুত করবে।
বাংলা ভাষাভাষী মানুষ যাতে নিয়মিতভাবে নতুন নতুন বিষয় ও তথ্য পেতে পারেন সে লক্ষ্যে শেয়ারআমেরিকা বাংলা সংস্করণটি নিয়মিত হালনাগাদ করা হবে বলেও জানায় দূতাবাসটি।
শেয়ারআমেরিকার বাংলা সংস্করণ দেখতে https://share.america.gov/bn/ এই ঠিকানায় যেতে হবে।
এনআই/এসএসএইচ