চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের ঘটনা তদন্তে ডিপো এলাকা পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা।

এ সময় তদন্ত কমিটির আহ্বায়ক স্থানীয় সরকারের উপ-পরিচালক বদিউল আলমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বিএম কনটেইনার ডিপোর বিভিন্ন সদস্য ও অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করেন। 

তদন্ত কমিটির সদস্যরা ডিপোর কর্মকর্তা কর্মচারীদের বক্তব্য রেকর্ড করেন। আগুনের সূত্রপাত কোথা থেকে শুরু হয়েছে তা বের করার চেষ্টা করেন। কেমিক্যাল কন্টেইনার ও গার্মেন্টসসহ অন্যান্য পণ্যবাহী কন্টেইনারের তালিকা, রপ্তানিকারকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

তদন্ত কমিটির আহ্বায়ক বদিউল আলম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগসহ বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত ও তথ্য সংগ্রহ করা হবে। বিএম কন্টেইনার ডিপোর কর্তৃপক্ষকে বেশ কিছু কাগজপত্র সরবরাহ করার জন্য বলা হয়েছে।

পরে স্থানীয় সরকারের উপ-পরিচালকের কক্ষে তদন্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা ও কর্মপরিকল্পনা করা হয়।

ডিপো পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম, সীতাকুণ্ডের ইউএনও মো. সাহাদাত হোসেনসহ তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কেএম/ওএফ