বন্ধুদের সঙ্গে মাওয়ায় ঘুরতে গিয়ে ফেরা হলো না তমিজউদ্দিনের
মুন্সিগঞ্জের মাওয়া সড়কে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমিজউদ্দিন (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ ও মোতালেব নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুন) দুপুর সোয়া দুইটায় তমিজউদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
বিজ্ঞাপন
নিহত তমিজউদ্দিনের খালাতো ভাই মফিজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মাওয়া সড়কে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তমিজউদ্দিনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আরিফ ও মোতালেবকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদেরও অবস্থা গুরুতর।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় তমিজউদ্দিনের ডান হাত বিচ্ছিন্ন এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছিল। সে সাভারের একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি সাভার থানার ডুমরাকান্দা গ্রামে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এসএএ/আইএসএইচ