হত্যা ও ভয়ভীতির অভিযোগে টেলিটকের ব্যবস্থাপনা (এমডি) পরিচালক শাহাবুদ্দিন ও অ্যাডমিন বিভাগের ডিজিএম কামরুজ্জামানের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

মানিক আলী নামে আল আরাফাত সিকিউরিটি সার্ভিস লিমিটেডের এক কর্মকর্তা গত রোববার (৫ জুন) রাজধানীর গুলশান থানায় ওই জিডি করেন।  

মঙ্গলবার (৭ জুন) গুলশান থানা সূত্রে জিডির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জিডি নম্বর ৩৯১।

গুলশান থানা সূত্রে জানা যায়, জিডিতে মানিক আলী অভিযোগ করে বলেন, গত ১৪ ফেব্রুয়ারি টেলিটকের এমডি মো. শাহাবুদ্দিন ও অ্যাডমিন বিভাগের ডিজিএম কামরুজ্জামান সঙ্গে শুলশানে কোম্পানির প্রজেক্ট অফিসে আল আরাফাত সার্ভিস প্রাইভেট লিমিটেডকে কাজ পাওয়ার শর্ত দিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে অংশ নিলে ডিজিএম কামরুজ্জামানের নির্দেশে মানিকের ব্যবহৃত দুটি সেলফোন ওই অফিসের পিয়ন লোকমানের কাছে জমা দিয়ে মিটিংয়ে অংশগ্রহণ করতে বলা হয়।

পরে মানিক সে অনুযায়ী দুটি ফোন লোকমানের কাছে জমা দিয়ে মিটিংয়ে অংশগ্রহণ করেন। এরপর মিটিংয়ের আলোচনা সাপেক্ষে কাজটি পান মানিক এবং তাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। কিন্তু পরে মানিক জানতে পারেন, মিটিংয়ের আলোচনা নিয়ে কয়েকটি জাতীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়। পত্রিকায় সংবাদ প্রকাশের পর থেকে টেলিটকের এমডি ও জিএম (অ্যাডমিন) তাকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

জিডির বিষয়ে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, জিডি হয়ে থাকতে পারে। তবে এই মুহূর্তে জিডির নম্বর ও কী অভিযোগ তা আমার মনে পড়ছে না।

অন্যদিকে গুলশান থানায় খোঁজ নিয়ে জানা যায়, ৩৯১ নম্বর জিডিটি তদন্ত করার কথা রয়েছে উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমানের। এ বিষয়ে তিনি ঢাকা পোস্টকে বলেন, তদন্ত করার জন্য জিডিটি এখনো তার কাছে ফাইল হয়ে আসেনি।

এমএসি/জেডএস