২০১৮’র চেয়ে ভালো নির্বাচন দেখতে চায় জাপান
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করছে জাপান। একই সঙ্গে দেশটির আশা, গত সংসদ নির্বাচনের চেয়ে (একাদশ জাতীয় সংসদ নির্বাচন) এটি (দ্বাদশ) ভালো হবে।
মঙ্গলবার (৭ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত বলেন, জাপান আশা করছে আগামী বছরের শেষের দিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সেজন্য সরকার ব্যবস্থা নেবে। ২০১৮ সালের চেয়ে ভালো একটি নির্বাচন যেন হয় সেজন্য তারা সব ধরনের ব্যবস্থা নেবে।
ইতো নাওকি বলেন, জাপান ২০১৮ সালের নির্বাচনের সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। নির্বাচন পরিচালনা ব্যবস্থা নিয়েও উদ্বেগ জানিয়েছে জাপান।
রাষ্ট্রদূত বলেন, ইতোমধ্যে সরকার নির্বাচন নিয়ে কিছু পদক্ষেপ নেওয়া শুরু করেছে। আমি বাংলাদেশের কিছু সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছি। একটি ভালো নির্বাচন নিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। আমার উত্থাপিত বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, নির্বাচনে প্রতিটি ভোট গণনা জরুরি। প্রতিটি নাগরিক যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই সুযোগ দিতে হবে। পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে।
নির্বাচনে গণমাধ্যমকে তাদের সঠিক ভূমিকা পালন করতে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, গণমাধ্যমকে তাদের করণীয়টুকু করতে দেওয়া উচিত, যাতে তারা তাদের ভূমিকা নিশ্চিত করতে পারে।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দীন বক্তব্য রাখেন।
এনআই/এসএম