রাজধানীর মিরপুর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৬ জুন) দুদকের সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার এবং মো. রুহুল আমিনের সমন্বয়ে গঠিত এনফর্সমেন্ট টিম গ্রাহক সেজে এ অভিযানে অংশ নেয়।

অভিযানকালে সেবা গ্রহীতাদের সঙ্গেও তারা কথা বলেন। সরেজমিনে তারা দেখতে পান, গাড়ির রেজিস্ট্রেশনে প্রতিটি কাজ করতে দালাল ধরতে হয়। দালাল ছাড়া কোনো কাজ প্রায় অসম্ভব। এ সময় দুদক টিম ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রীতার প্রমাণ পায়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

যদিও মূল অভিযাগ ছিল বিআরটিএ’র ঢাকা মেট্রো সার্কেল-১ এ গাড়ির রেজিস্ট্রেশন করতে সহকারী পরিচালক (রেজিস্ট্রেশন) খালেদ মাহমুদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগসহ উক্ত অফিসে রেজিস্ট্রেশন, নাম পরিবর্তন, ড্রাইভিং লাইসেন্স প্রদানে কালক্ষেপণ করা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। দুদক টিম অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনের জন্য সরেজমিনে প্রথমে ছদ্মবেশে তথ্য সংগ্রহ ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে।

পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও বিভিন্ন নথি পর্যালোচনা করে। টিম প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করে।

আরএম/এমএইচএস