চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন ২১ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার পর সেখানে থাকা রাসায়নিকে বিস্ফোরণ ঘটে। 

আগুন নিয়ন্ত্রণে ডিপো এলাকায় পানি ছেটানো হচ্ছে। ফলে পানির সঙ্গে মিশে রাসায়নিক সাগরে গিয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। 

তাই বিষাক্ত রাসায়নিকযুক্ত পানি যাতে বঙ্গোপসাগরের পানিতে গিয়ে মিশতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ একটি ইঞ্জিনিয়ারিং টিম। আশপাশের নালায় দেওয়া হয়েছে বাঁধ। 

রোববার বিকেলে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি সাইফুল আবেদিন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, আমাদের বলা হয়েছিলো এখান থেকে কেমিক্যাল বয়ে বঙ্গোপসাগরে চলে গেলে চরম ঝুঁকি হবে পরিবেশের জন্য। সে কারণে আমরা দুইটি ড্রেনের মুখে বাঁধ দিয়েছি, যেগুলো খালের মাধ্যমে বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত। নালাগুলো ব্লক করে দেওয়া হয়েছে। এতে কেমিক্যাল বঙ্গোপাসগরে এখন আর পড়তে পারবে না। আর বাকিটা পরিবেশবিদরা বলতে পারবেন।  

তবে ডিপোটিতে কী পরিমাণ কেমিক্যালভর্তি কনটেইনার ছিল তা জানা যায়নি। এছাড়া কয়টি কনটেইনার বিষ্ফোরিত হয়েছে তাও জানা যায়নি।

ডিপোর অগ্নিকাণ্ডে বিকেল ৬টা পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দুই শতাধিক। 

কেএম/আরএইচ