হাসিনা-মোদির নেতৃত্বে অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের আশা
কিছুটা মতানৈক্য থাকলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলো সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
শনিবার (৪ জুন) জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার।
বিজ্ঞাপন
এসময় বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশে স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তি এখনও সক্রিয়। অপশক্তিকে রুখে দিতে বাংলাদেশি তরুণ সমাজকে সচেতন হতে হবে। দুর্ভাগ্যজনকভাবে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি ও সাম্প্রদায়িক শক্তি, তারা এখনও সক্রিয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, যারা ১৯৭৫ এর হাতিয়ার আবার গর্জে ওঠার কথা বলছে, তারাই গভীর ষড়যন্ত্র করছে। স্বাধীনতাবিরোধীদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এনআই/এসকেডি