জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে জোর ড. মোমেনের
আন্তর্জাতিক সম্প্রদায়কে জলবায়ু অভিবাসীদের পুনর্বাসনের দায়িত্ব ভাগ করে নিতে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (৩ জুন) স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) আয়োজিত ‘শান্তির পরিবেশ : ঝুঁকির নতুন যুগে ন্যায্য ও শান্তিপূর্ণ উত্তরণ সুরক্ষিত’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
ড. মোমেন বলেন, বিশ্বে লাখ লাখ জলবায়ু অভিবাসী রয়েছে। তারা প্রায়ই বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি ও শোষণের শিকার হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় তাদের জন্য যথেষ্ঠ কাজ করছে না। তিনি জলবায়ু নিরাপত্তা এবং চ্যালেঞ্জ মোকাবিলায় একটি এনফোর্সমেন্ট মেকানিজমের বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টিতে জোর দেন।
মোমেন জলবায়ু অভিযোজন, প্রশমন ও স্থিতিস্থাপকতায় বিনিয়োগ বাড়ানো, খাদ্য উৎপাদন ও ব্যবহারের ধরন পরিবর্তন এবং প্রাকৃতিক বাসস্থান ও জীববৈচিত্র্যের ক্ষতি বন্ধ করার সুপারিশ করেন।
সুইডেনের মন্ত্রী ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সঙ্গে মোমেনের সাক্ষাৎ
সুইডেনের স্টকহোমে দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী মাতিলদা ইরানক্রানস এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক ইনগার অ্যান্ডারসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশটির সঙ্গে জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদায় ফিরিয়ে আনার জন্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে সুইডিশ মন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিচালকের সঙ্গে বৈঠকে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত বিষয়ে ইউএনইপির সহযোগিতা জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা করেছেন। নির্বাহী পরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সফলতার প্রশংসা করেন। তিনি জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএনইপি কর্তৃক আয়োজিত জলবায়ু প্রযুক্তি তহবিল থেকে বাংলাদেশকে সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এনআই/জেডএস