প্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দর থানার কাওলা এলাকায় বজ্রপাতে রাহাত আহমেদ (১৮) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

রাহাতের বন্ধু সিফাত ঢাকা পোস্টকে বলেন, আমরা কাওলার ট্রান্সমিটার মাঠে খেলছিলাম, পাশেই আম গাছে বসা ছিল রাহাত। হঠাৎ একটি বজ্রপাতের শব্দ রাহাত আম গাছে অজ্ঞান হয়ে ঝুলে থাকে। পরে আমরা তাকে প্রথমে উত্তরা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুর্মিটোলা থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসকরা। আনার পরে কর্তব্যরত চিকিৎসক জানান সে আগেই মারা গেছে।

রাহাতের বড় ভাই রাকিব হাসান ঢাকা পোস্টকে বলেন, আমি অফিসে ছিলাম, অফিস থেকে খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসি। আসার পরে চিকিৎসক জানান আমার ভাই আর নেই।

তিনি আরও বলেন, রাহাতের বন্ধুদের কাছে জানতে পারলাম বজ্রপাতের সময় সে আম গাছে বসেছিল। তার কান দিয়ে রক্ত বের হচ্ছিল। রাহাত উত্তরা কমার্স কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। আমাদের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, কাওলা এলাকা থেকে অচেতন অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি বিমানবন্দর থানাকে জানিয়েছি।

এসএএ/এসকেডি