রাশিয়া থেকে গম ও জ্বালানি কেনার বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ পরামর্শ চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার আসামের গৌহাটিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে নদী কনফারেন্সের সাইডলাইন বৈঠকে এ পরামর্শ চাওয়া হয়েছে বলে সোমবার (৩০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন তিনি।

ড. মোমেন বলেন, ভারত এ সময়ে জ্বালানি সংকট কাটিয়ে উঠার চেষ্টা করছে। আমাদেরও জ্বালানির চাহিদা আছে। রাশিয়া আমাদের জ্বালানি ও গম সরবরাহের জন্য প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা তো নিষেধাজ্ঞার ভয়ে ভারতের কাছে জানতে চেয়েছি যে তোমরা কীভাবে এটা ম্যানেজ করছ। এ বিষয়ে তাদের কাছে আমরা বুদ্ধি চেয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত বড় দেশ, তারা এগুলো ম্যানেজ করতে পারে। তারা অ্যাকশন নিলে তাদের ওপরে কেউ নিষেধাজ্ঞা দেয় না। আমরা দরিদ্র এবং ছোট দেশ, আমাদের ওপর মাতব্বরি একটু বেশি। তাদের মাতব্বরি তো আপনারা দেখছেনই।

উন্নয়ন অংশীদারদের কঠোর সমালোচনা মোমেনের

উন্নয়ন অংশীদারদের বাংলাদেশ নিয়ে মাতব্বরি না করে নিজেদের ঘর সামলানোর উপদেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। তিনি বলেছেন, প্রতিদিনই তারা একেকটা বিষয় নিয়ে মাতব্বরি করতে আসে। তারা বলে যে উন্নয়নের অংশীদার, কিন্তু উন্নয়নের জন্য একটা পয়সাও দেয় না। উল্টো উপদেশ দিয়েই যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর উন্নয়ন যাতে বাধাগ্রস্ত হয় এজন্য যতো ফরমায়েশ আছে দিয়েই যাচ্ছে। অস্থিরতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের কন্ডিশন দিচ্ছে। এগুলো গ্রহণযোগ্য নয়। ভালো যাতে না করতে পারি সেজন্য বিভিন্ন ধরনের উদ্যোগ ও নীতি তারা নিয়ে আসবে। তারা বরং আগে নিজেদের ঘর সামলাক। তাদের মুদ্রাস্ফীতি অত্যন্ত বেড়ে গেছে। আমেরিকাতে চার গুণ বেড়ে গেছে। আমাদের প্রবাসী বাঙালিরা হিমশিম খাচ্ছে।

এনআই/এসকেডি