৫ কারখানায় র্যাবের অভিযান, জরিমানা
নকল সিরামিক, ওয়াশিং পাউডার ও ভেজাল খাবার তৈরি ও বিক্রির অভিযোগে সিদ্ধিরগঞ্জ, যাত্রাবাড়ী ও ডেমরার কয়েকটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযান শেষে সাত লাখ টাকা জরিমানা ও দুটি কারখানা সিলগালা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত র্যাব ১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ এবং রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা থানা এলাকায় অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।
বিজ্ঞাপন
র্যাব ১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, অভিযানকালে দেখা গেছে, কারখানাগুলো বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিএসটিআই এর অনুমোদনহীন নকল ও মানহীন সিরামিক, ওয়াশিং পাউডার ও ভেজাল খাবার উৎপাদন ও মজুদ করছে। পাশাপাশি এসব ভেজাল পণ্য বিক্রিও করছে তারা। পাঁচটি প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় কারখানাগুলো থেকে জব্দ করা ২০ লাখ টাকার ভেজালপণ্য ধ্বংস করা হয়। একইসঙ্গে ২টি কারখানা সিলগালা করা হয়েছে।
জেইউ/আরএইচ