মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে বদলি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আব্দুস সবুর মণ্ডলকে বদলি করেছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার (২৫ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
সবুর মণ্ডল বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৩তম ব্যাচের একজন কর্মকর্তা। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান তিনি।
এসএইচআর/এসকেডি