৪৪ বাজারে অভিযান, ৭৬ প্রতিষ্ঠানকে জরিমানা
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে সারা দেশে ৪৪টি বাজারে অভিযান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না থাকা, বেশি দামে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ খাবার সরবরাহসহ বিভিন্ন অপরাধে ৭৬টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ মে) রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয় বলে অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩৭ জন কর্মকর্তা ৩৩টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের কাছে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
অধিদপ্তর পরিচালিত এসব বাজার অভিযানে সহযোগিতা করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা।
এসআই/আইএসএইচ