রাজধানীর ডেমরা চৌরাস্তা এলাকায় হারিয়ে যাওয়া একটি শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক-ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা বলেন, সোমবার (২৩ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ডেমরা চৌরাস্তায় একটি শিশুকে কাঁদতে দেখেন দায়িত্বরত সার্জেন্ট ইয়াসিন মিনা ও সার্জেন্ট মনিরুল ইসলাম।

তারা শিশুটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলে সে বাবা-মাকে পাচ্ছে না বলে জানায়।

সহকারী পুলিশ কমিশনার ইমরান বলেন, ৬ বছর বয়সী শিশুটি তার নাম জামিউল ইসলাম বলে জানায়। কিন্তু তার বাবা-মার নাম ও ঠিকানা জিজ্ঞেস করলে সে সঠিকভাবে বলতে পারছিল না। তখন তাকে ডেমরা থানায় বুঝিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, ডেমরা থানার মোবাইল ডিউটিতে থাকা এসআই সাদ্দাম হোসেনের সহায়তায় ডেমরা ট্রাফিক পুলিশ ডেমরা, সিদ্ধিরগঞ্জ, যাত্রাবাড়ী, আমুলিয়া ও পার্শ্ববর্তী এলাকায় হারিয়ে যাওয়া শিশুটির পরিবারের সন্ধানে মাইকিং করে।

তিনি আরও বলেন, মাইকিং পরবর্তী সময়ে শিশুর অভিভাবক ও ঠিকানার সন্ধান পাওয়া যায়। অতঃপর তার বাবা-মার সঙ্গে যোগাযোগ করে রাত আড়াইটায় শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়।

জেইউ/ওএফ