চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সাম্পান উল্টে নিখোঁজের দুই দিন পর মো. সোহাগ (১৭) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে কর্ণফুলী নদীর মেরিন ফিশারিজ ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, শনিবার মেরিন ফিশারিজ ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় একটি সাম্পান। সাম্পানে থাকা ২০ জন যাত্রীর মধ্যে ১৯ জন তীরে উঠতে পারলেও সোহাগ নদীতে তলিয়ে যায়। ঘটনার পরে তল্লাশি করেও সোহাগের খোঁজ মেলেনি। পরে আজ সকালে মেরিন ফিশারিজ ঘাট এলাকায় একটি জাহাজের সঙ্গে সোহাগের মরদেহ লেগে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন এসে মরদেহটি নিখোঁজ সোহাগের বলে চিহ্নিত করেন।

শনিবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী নদীর মেরিন ফিশারিজ ঘাট এলাকায় জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সাম্পান উল্টে যাওয়ার ঘটনা ঘটে। সাম্পানের ১৯ জন যাত্রী তীরে উঠতে পারলেও সোহাগ নামের এক যাত্রী নিখোঁজ ছিলেন।

কেএম/এসএসএইচ