চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিক ও তার স্ত্রী তাহেরা কবিরের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে জমা না দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলা দুটি করেন দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ।

মামলার বাদী মো. আবু সাঈদ বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ (মানিক) ও তার স্ত্রী তাহেরা কবিরের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেওয়া হয়। গত জানুয়ারিতে সেই নোটিশ দেওয়া হলেও এখনো তারা সম্পদ বিবরণী ফরম পূরণ করে দাখিল না করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

কেএম/এসএসএইচ