তথ্য গোপন করে স্বাধীনতা পুরস্কারের জন্য বাবা আমির হামজার নাম প্রস্তাব করে ফেঁসে যাচ্ছেন ছেলে মো. আছাদুজ্জামান। বর্তমানে খুলনা জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কর্মরত উপসচিব পদমর্যাদার এ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

তার নামে মামলা করতে খসড়া অভিযোগনামা ও অভিযোগ বিবরণী জরুরি ভিত্তিতে পাঠাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগকে গত ২৭ এপ্রিল চিঠি দিয়েছে জনপ্রশাসনের শৃঙ্খলা-১ অধিশাখা। 

চিঠিতে বলা হয়, 'মো. আছাদুজ্জামানের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হওয়ায় খসড়া অভিযোগনামা ও অভিযোগ বিবরণী জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।' 

চিঠি পাওয়ার পর জনপ্রশাসনের এপিডি অনুবিভাগ আছাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কিত তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে। এর পরই মামলা হবে। 

মামলার পর মামলা তদন্তে কর্মকর্তা নিয়োগ হবে। অসদাচরণের দায়ে তাকে শাস্তি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসএইচআর/জেডএস