চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম সারোয়াতলী এলাকায় আম পাড়তে উঠে গাছের উপরে জ্ঞান হারিয়েছেন মো. সাহেদুল ইসলাম (২৮) নামে এক যুবক। পরে জাতীয় সেবা ৯৯৯-এ কল পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের টিম ওই যুবককে উদ্ধার করে। 

রোববার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শাহজাহান আলী। সাহেদুল ইসলাম পশ্চিম সারোয়াতলী গ্রামের মৃত আবদুর নূরের ছেলে।

ফায়ার ফাইটার শাহজাহান আলী বলেন, ৩০ থেকে ৩৫ ফুট উঁচু একটি গাছে আম পাড়তে উঠেছিলেন সাহেদুল। আম পাড়ার সময়  সেখানেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন সাহেদুল। তবে তিনি নিচে না পড়ে গাছের ডালে আটকা ছিলেন। স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করলে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম গিয়ে ওই যুবককে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার জ্ঞান ফিরেছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কাছে খবর আসে দুপুর ১২টা ২০ মিনিটে। এরপর ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করা হয়। রশির সাহায্যে বিশেষ কায়দায় তাকে নিচে নামিয়ে আনা হয়।

কেএম/জেডএস