ডিজিটাল যুগে কাগজকে জাদুঘরে রাখার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। শুক্রবার দুপুরে মন্ত্রী তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, কবে যে কাগজে লিখেছিলাম সেটি ভুলে গেছি। মাঝে মধ্যে কাগজে সই করতে হয়, কিন্তু লেখা তো হয় না।

আমি যে বলি কাগজের সভ্যতা সমাপ্ত হচ্ছে এটি কি তারই লক্ষ্মণ? পরিবেশের কারণেও কাগজ ব্যবহার না করা ভালো- লেখেন মন্ত্রী।

সবশেষে মোস্তাফা জব্বার লেখেন, বন সাফ করতে হয় কাগজ বানাতে যা মানবজাতি কখনও মেনে নিতে পারে না। একটি ডিজিটাল যন্ত্র কাগজের সবচেয়ে উত্তম বিকল্প। আসুন ডিজিটাল হই, কাগজ জাদুঘরে-বইপত্রে থাক।

টিআই/আরএইচ