ঢাকা ছেড়েছে ১ কোটি মানুষ
পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে গত ৫ দিনে ১ কোটি মানুষ ঢাকা ছেড়েছে। সোমবার (২ মে) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মোবাইল অপারেটরদের বরাত দিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
মোস্তাফা জব্বার বলেন, ঈদযাত্রায় ১ মে পর্যন্ত তিন দিনে রাজধানী ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ পাঁচ হাজারের মতো। এর আগের দুদিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে গেছে। সিমের মোট সংখ্যা ১ কোটি মানুষ ঢাকা ছেড়েছে। যার মধ্যে রোববার (১ মে) সর্বোচ্চ ২৯ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, তবে এ হিসেবে শুধু সিমের। কেননা অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার ঢাকা ছেড়েছে, যাদের শিশু বা কিশোরদের কাছে কোনো মোবাইল নেই। ঈদে সবচেয়ে বেশি সংখ্যক সিম ঢাকার বাইরে গ্রামীণফোনের। আর সবচেয়ে কম টেলিটকের।
এমএসি/এসকেডি