চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ২ পিস জিলেট ব্র্যান্ডের রেজর জব্দ করেছে কাস্টম হাউস, চট্টগ্রাম এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট। এতে প্রায় ৩ লাখ টাকার অধিক রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছিল।

কলকাতা থেকে আসা স্পাইস জেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী সুলতান আহম্মদের লাগেজ তল্লাশি করে রেজরগুলো জব্দ করা হয়। 

সোমবার (২ মে) চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার দুপুরে স্পাইস জেট এয়ারলাইন্সের এসজি-৭৩ নামে ফ্লাইটি অবতরণ করে। ফ্লাইটের যাত্রী সুলতান আহম্মদের লাগেজ স্ক্যানিং করে কার্টুনের মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় জিলেট ব্র্যান্ডের ১০০২টি রেজর জব্দ করা হয়। কারণ এ পণ্য আমাদানিযোগ্য নয়। এর মাধ্যমে সরকারের প্রায় ৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হচ্ছিল। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষের সতর্কতার কারণে এই অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব হয়েছে।   

তিনি বলেন, এ ঘটনায় শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী জব্দ পণ্য বাজেয়াপ্ত করা হয়।  

কেএম/এসকেডি